বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

গ্রন্থমেলায় অপরাজিতা অর্পিতার দুই বই
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

অমর একুশে গ্রন্থমেলায় অপরাজিতা অর্পিতার অনুগল্প সংকলন ‘অব্যক্ত হৃৎকথণ’ ও কাব্যগ্রন্থ ‘শব্দের বেখেয়ালি আঁচড়’ নামে দুটি বই প্রকাশিত হয়েছে।

একাকিত্ব, শূন্যতা আর নিঃসঙ্গতার গল্প নিয়ে অনুগল্প সংকলন ‘অব্যক্ত হৃৎকথন’ প্রকাশ করেছে আগামী প্রকাশনী। বইটির মূল্য রাখা হয়েছে ২২৫ টাকা। ২৫% ডিসকাউন্টে মেলায় ২১ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে বইটি।

প্রেম, প্রকৃতি, বিষাদ আর বিচ্ছেদের ছবি নিয়ে ‘শব্দের বেখেয়ালি আঁচড়’ কাব্যগ্রন্থ মেলায় এনেছে নহলী প্রকাশনী। বইটির মূল্য রাখা হয়েছে ১৩৫ টাকা। ২৫% ডিসকাউন্টে বইমেলার লিটলম্যাগ চত্ত্বর ১ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।

পেশায় ফার্মাসিস্ট অপরাজিতা অর্পিতার প্রকৃত নাম ফারজানা করিম অর্পিতা। কোনো একদিন জীবনের কোন একটি দিকে অপরাজিত হবেন, এই স্বপ্ন তাকে বেঁচে থাকার প্রেরণা যোগায়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসীতে অনার্স ও মাস্টার্স শেষ করে বর্তমানে ল্যাব এইড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্ল্যানিং ও ইনভেন্টরি কন্ট্রোল ডিপার্টমেন্টে এসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে কর্মরত আছেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স প্রোগ্রামে সিজিপিএ-৪ পেয়ে রাষ্ট্রপতি গোল্ড মেডেল পান।