নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইয়ের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) নিউটন দত্ত।
নিহতরা হলেন, বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের আলাউদ্দিনের ছেলে সৌদিপ্রবাসী সাহেদ হোসেন সুমন (২৬) ও রুমন আহমদ (২৪)। সুমন সম্প্রতি দেশে ফিরে বিয়ে করেছিলেন।
এদিকে আজ রোববার (৮ জুন) বিকেল সাড়ে ৫টায় ইয়াকুবনগর ঈদগাহ মাঠে দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাদের দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
এর আগে গতকাল শনিবার (৭ জুন) ঈদের বিকেলে কোরবানির মাংস শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে ছোট ভাই রুমনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে দক্ষিণভাগে রওয়ানা দেন সাহেদ। বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কের কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সাহেদ। গুরুতর আহত হন রুমন। স্থানীয়রা রুমনকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রুমনও শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
এদিকে দুই ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছে পুরো পরিবার।একসাথে দুই ভাইয়ের এমন করুণ মৃত্যুতে গোটা বড়লেখা উপজেলায় নেমেছে শোকের ছায়া।
বড়লেখা থানার এসআই নিউটন দত্ত বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে সুমনের মৃত্যু হয়। আর হাসপাতালে রুমনেরও মৃত্যু হয়। স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতির জন্য আবেদন করেছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমিত পাওয়ায় লাশ হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, দুর্ঘটনার পর প্রাইভেট কারচালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে।