কাতারের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব লোকমান আহমদ খেলাফত মজলিসে যোগদান করেছেন। তিনি গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) দলটির পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নায়বে আমির মাওলানা আব্দুল কাদির সালেহ এবং মহাসচিব ড.আহমদ আব্দুল কাদেরের কাছে ফরম পূরণ করে প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হুসাইন,কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী,ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট সাইখুল ইসলাম,ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করিম, ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবুল কাসেম, ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন,ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী,খেলাফত মজলিসের নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আহমদ বিলাল,জিদ্দা মহানগর খেলাফত মজলিসের সভাপতি আব্দুল মুকিত রূপাপুরি, মুফতি আলী হাসান উসামা, বড়লেখা উপজেলা খেলাফত মজলিস সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা কাওছার আহমদ,কাতার খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।
পরে পৃথক অনুষ্ঠানে ছাত্র মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের উপস্থিতিতে লোকমান আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়।
লোকমান আহমদের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বড়থল গ্রামে। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত। শিক্ষানুরাগী লোকমান আহমদ সিলেটের জামেয়া মাদানিয়া কাজিরবাজারে লেখাপড়ে করে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে গমন করেন। সেখানে তিনি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানসহ সামাজিক ও মানবিক কর্মকান্ডের সাথে যুক্ত রয়েছেন।