মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় বাবা-ছেলেসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বাবা-ছেলেসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ তাদের কারাগারে পাঠায়। এর আগে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দোহালিয়া গ্রামের মৃত আছির আলীর ছেলে আব্দুল জলিল ও ভোলারকান্দি গ্রামের মৃত আজির আলীর ছেলে তাজান উদ্দিন এবং তার ছেলে ওলীউর রহমান ওরফে কাশিম আলী।

পুলিশ জানায়, বড়লেখা থানা পুলিশ বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে সিআর (১০৪/১৯) মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল জলিলকে দোহালিয়া থেকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে সিআর (১৯/২৩) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তাজান উদ্দিন এবং তার ছেলে ওলীউর রহমান ওরফে কাশিম আলীকে ভোলারকান্দি থেকে গ্রেপ্তার করা হয়।

বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম বৃহস্পতিবার বিকেলে বলেন, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৃথক সিআর মামলায় বাবা-ছেলেসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের বিধি মোতাবেক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।