রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় বৃত্তি পরীক্ষার পুরস্কার প্রদান



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় শিক্ষা সেবা ফাউন্ডেশন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে কাঠালতলী উচ্চ বিদ্যালয় হলরুমে পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়।

এতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, শিক্ষা উপকরণ ও বৃত্তি স্মারক প্রদান করা হয়। এরমধ্যে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত পাঁচজনকে যথাক্রমে ১০ হাজার, ৮ হাজার, ৭ হাজার, ৬ হাজার ও ৫ হাজার এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত ১০ জনকে ২ হাজার টাকা করে অর্থ প্রদান করা হয়। এতে প্রবাসী ব্যবসায়ী নজরুল ইসলামের প্রায় ১ লক্ষ টাকা ব্যয় হয়।

সভায় কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এমদাদুল ইসলাম, বিএনপি নেতা ময়নুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়বে আমীর ফয়ছল আহমদ, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা লুৎফুর রহমান, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক আরব-আমিরাত প্রবাসী নজরুল ইসলাম, শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পরিচালক ও কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছয়ফুল হক , শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক বিওসি কেছরিগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এমরান হোসেন নামুন, ডিমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মীর মুহিবুর রহমান, ফাউন্ডেশন পক্ষ থেকে সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যায়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সঞ্চিতা শর্মাকে বিদায়ী স্মারক প্রদান করা হয়।

এর আগে শুক্রবার (২২ নভেম্বর) সকালে কাঠালতলী উচ্চ বিদ্যালয়ে আরব-আমিরাত প্রবাসী ব্যবসায়ী নজরুল ইসলামের অর্থায়নে দ্বিতীয়বারের মতো শিক্ষা সেবা ফাউন্ডেশন প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বড়লেখা উপজেলার প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনসহ ৮২টি বিদ্যালয়ের ২১৫ জন পরীক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষা চলাকালে দায়িত্ব পালন করেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছয়ফুল হক। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন বিওসি কেছরিগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এমরান হোসেন নামুন। হল সুপারের দায়িত্বে ছিলেন বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম।