বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বন্যার্তদের পাশে তরুণ প্রজন্ম চান্দগ্রাম



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন তরুণ প্রজন্ম চান্দগ্রাম। সংগঠনটি সম্প্রতি বন্যাকবলিত কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার ৮০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে।

এছাড়া মনুরমুখ ও শেরপুর ২২০ টি পরিবারের মাঝে শুকনো খাবার দেওয়া হয়েছে। এই কার্যক্রমে তাদের সহযোগিতা করেছে বিএনসিসি। এদিকে দু:সময়ে শুকনো খাবার পেয়ে তরুণ প্রজন্ম চান্দগ্রামের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বন্যার্ত মানুষ।

এখন বন্যার্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে সংগঠনটির সদস্যরা।

প্রসঙ্গত, তরুণ প্রজন্ম চান্দগ্রামের বেশিরভাগ সদস্য প্রবাসী। তারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন। যেকোনো সমস্যায় তারা মানুষের পাশে এসে দাঁড়ান। সংগঠনের সদস্যদের মাঝে রয়েছেন আব্দুর রহমান, ইমতিয়াজ আহমেদ বাবর, জয়নুল ইসলাম, ফয়েজ আহমদ, ময়েজ আহমেদ সাজু, তামজিদ আহমেদ রুহেল, আবিদ সুলতান, রেদওয়ান আহমদ।