বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় সাবেক পরিবেশমন্ত্রী ও আওয়ামী লীগ নেতার বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন



বিজ্ঞাপন

সিলেট প্রতিনিধি:: শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে মৌলভীবাজারের বড়লেখায় সাবেক পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এছাড়া দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গণমাধ্যমে শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবর প্রচারের পর সাধারণ জনতা উপজেলার বিভিন্ন অলিগলি থেকে প্রধান সড়কে নেমে উল্লাস করতে থাকেন। হাতে লাঠিসোঁটা ও জাতীয় পতাকা নিয়ে নানা বয়সের মানুষ দৌড়াদৌড়ি করতে থাকেন। এ সময় একে অপরকে মিষ্টিমুখ করাতেও দেখা যায়। এর মধ্যে কয়েকশ’বিক্ষুব্ধ জনতা দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনের বাড়িতে আগুন ধরিয়ে দেন। রাত ১০টা পর্যন্ত ঘর আগুন পুড়লেও কেউ নেভাতে আসেনি। ফায়ার সার্ভিসের খবর দেওয়া হলেও তারা নিরাপত্তার ভয়ে আসেনি। এছাড়া বিকেলে পাঁচটার দিকে বিক্ষুব্ধ জনতা সাবেক পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের বাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে অবশ্য স্থানীয়রা আগুন নিভিয়েছে। আগুনে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের বাড়ি ও ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন বাড়ির সবগুলো কক্ষ ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি।

সরেজমিন দেখা গেছে, পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন বাড়ি পাকা ভবনের বিভিন্ন কক্ষ পুড়ে আগুনে গেছে। এছাড়া বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন মালামাল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। বাড়িতে থাকা লোকজন জানান, ঘটনার সময় শত শত মানুষ হামলা চালিয়ে বাড়িতে আগুন দিয়েছে। তারা ভয়ে এগিয়ে আসেননি। দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনের বাড়ির সবকটি কক্ষ আগুনে পুড়ে গেছে।

এছাড়া উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিনের দক্ষিণভাগ বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। এছাড়া বিক্ষুব্ধ জনতা থানা ভবন ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ইটপাটকেলও নিক্ষেপ করেছে। ভয়ে থানা ছেড়ে পালিয়েছে পুলিশ।