বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময়



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মানুষের সাথে উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা করেছেন। বুধবার (৭ আগস্ট) দুপুরে পৌর শহরের সাফরন রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার আমীর মো. এমাদুল ইসলাম।

উপজেলা জামায়াতের মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গ্রামতলা জামেয়া মাদ্রাসার সুপার ইসলাম উদ্দিন, জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার নায়েবে আমীর ফয়ছল আহমদ, উপজেলা জামায়াতের মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য রবিউল ইসলাম সুহেল, উপজেলা জামায়াতের শুরা সদস্য আব্দুল মুহাইমিন, মৌলভীবাজার জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুস সামাদ, পূজা উদযাপন পরিষদের বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জিত পাল, সহ সভাপতি এপিপি গোপাল দত্ত, দাসেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন চক্রবর্ত্তী, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রকৃতি চৌধুরী, বড়লেখা হাজীগঞ্জ বাজার কমিটির কোষাধ্যক্ষ শৈলেন্দ্র চন্দ্র দেবনাথ, ৫ নং খাসিয়া পুঞ্জির মান্ত্রী (হেডম্যান) কেনেডি সুমের, প্রধান শিক্ষক মঞ্জু লাল দাস, গিতেশ দাস প্রমুখ।

সভায় জামায়াত নেতৃবৃন্দরা বলেন, ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই এদেশের নাগরিক। তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় জামায়াতে ইসলামী বিগত দিনের ন্যায় তাদের পাশে রয়েছে। উপজেলার হিন্দু অধ্যুষিত এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছে।’