বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় বনবিভাগের ভূমি জবর দখল, দুজনের কারাদণ্ড



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় বনবিভাগের ভূমি জবর দখল জনিত অপরাধ মামলার রায়ে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুই আসামীকে এক বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। গত ২২ ডিসেম্বর রায় ঘোষণা করেন আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- উপজেলার বিওসি কেছরীগুল মোকাম টিলার ব্রেনটিস হায় এর ছেলে স্টানলি রেমবুই ও কালা মিয়ার ছেলে মো. সাজু মিয়া।

জানা গেছে, আসামীরা বনবিভাগের মাধব বিট এলাকায় বনবিভাগের ভূমি জবর দখল করেছিল। এঘটনায় বিটের ফরেস্ট গার্ড আব্দুল মান্নান বাদী হয়ে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবর দখলকারী স্টানলি রেমবুই ও মো. সাজু মিয়াকে আসামী করে বন আইনে মামলা (সিআর-৮৩/২১) করেন।

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারি ইকরাম হোসেন বনআইনের একটি মামলায় দুই আসামীর বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ডের রায় ঘোষিত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।