বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

চুনারুঘাটে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৭



বিজ্ঞাপন

নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের ওপর হামলা চালিয়ে শিপন মিয়া নামের মাদক মামলার এক আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাত জনকে গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার চিমটিবিলখাস গ্রামের মৃত করিম আলীর ছেলে মামদ আলী (৫৮), ইমান আলী (৬০), মামদ আলীর স্ত্রী রেজিয়া খাতুন (৫০), শিপনের স্ত্রী জেসমিন আক্তার (২৩), হেনা আক্তার (৩০), সফর আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৯) ও দুলাল মিয়ার স্ত্রী নাজমা আক্তার (৩৪)।


বৃহস্পতিবার (৬ মে) রাতে এসব তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আশরাফ বলেন, ‘বিকেলে উপজেলার চিমটিবিলখাস নামক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানার এসআই আশিকুর রহমান বাদী হয়ে পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। সন্ধ্যায় তাদেরকে হবিগঞ্জ কোর্ট প্রেরণ করা হয়।’

পুলিশ জানায়, চিমটিবিলখাস গ্রামের মামদ আলীর ছেলে শিপন মিয়া (৩২) র‍্যাবের দায়ের করা একটি মাদক মামলার পলাতক আসামি।

বুধবার (৫ মে) রাত ১২টায় চুনারুঘাট থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় শিপনের পরিবারের লোকজন পুলিশ সদস্যদের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেন।