সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

চুনারুঘাটে প্রাচীর ধসে ২ শ্রমিকের প্রাণহানি



বিজ্ঞাপন

নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দেউন্দি চা বাগানে নির্মাণাধীন সীমানা প্রাচীর ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দেউন্দি চা বাগানের বাসিন্দা দীনেশ বাকতির ছেলে অজিত বাকতি (৪০) ও একই এলাকার জামিন মালের ছেলে স্বপন মাল (৩৫)।


চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম জানান, দুপুরে অজিত ও স্বপন দেউন্দি বাগান কর্তৃপক্ষের অধীনে সীমানা প্রাচীর মেরামতের কাজ করছিলেন। কাজের একপর্যায় সীমানা প্রাচীরের একটি অংশ ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই দুই শ্রমিকের মৃত্যু হয়।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি হবিগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

এদিকে নিহতদের পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহগুলোর শেষকৃত্য করার অনুমতি জানিয়েছেন বলে একই বাগানে কর্তব্যরত একজন জানান।