রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

কুলাউড়ায় কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ১২ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে। পরে রাতেই ধর্ষণে অভিযুক্ত জমির মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩১ জানুয়ারি) সকালে মৌলভীবাজার জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।


ওসি বিনয় ভূষণ রায় জানান, শনিবার সন্ধ্যার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামে কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে প্রতিবেশী জমির মিয়া। এরপর তিনি আত্মগোপনে চলে যান। পরে ধর্ষণের শিকার কিশোরী বিষয়টি তার মাকে জানালে তিনি ধর্ষক জমির মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার পরপরই বাগৃহাল গ্রামে অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত জমির মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার তাকে মৌলভীবাজার জেল হাজতে পাঠানো হবে বলেও জানান এই কর্মকর্তা।