মৌলভীবাজারের জুড়ীতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী নেই। তবে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সবধরণের সতর্কতামূলক প্রস্তুতি নেয়া হয়েছে।
আতঙ্ক নয়, সচেতনতাই ভাইরাস থেকে সুরক্ষা এ বিষয়ে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন চলছে। শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে সতর্কতামূলক বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ দেয়া হেেচ্ছ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আলাদা ভবনে ত্রিশটি বেড রেডি করা আছে। তাছাড়া যে কোন পরিস্থিতি মোকাবেলার সব প্রস্তুতি নেয়া হয়েছে।