নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় টাটা পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের চালক হোসাইন আহমদ (২১) নিহত হয়েছেন।
রোববার (১০ জানুয়ারি) বেলা ১২টার দিকে লাঠিটিলা রোডের জুড়ী কলেজের সামনে এ ঘটনাটি ঘটে।
নিহত হোসাইন আহমদ উপজেলার হাসনাবাদ এলাকার মৃত মোক্তাদির আলী চেরাগের ছেলে।
এ ঘটনায় টাটা মিনি পিকআপটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, জুড়ী কলেজ মাঠে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। সেখান থেকে খেলা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন হোসাইন আহমদ। পথে বিপরীত দিক থেকে আসা টাটা পিকআপ তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর স্থানীয়রা হেসাইনকে জুড়ী ৫০ শয্যা হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।