বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

উৎসবমুখর পরিবেশে নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

আসন্ন একাদশ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ড. মোমেনের বাসায় প্রায় আধাঘণ্টা বৈঠক করেন অ্যালিসন ব্লেইক।

বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার সাংবাদিকদের বলেন, নির্বাচনের প্রচারণা ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য আমি সিলেট এসেছি। সিলেটসহ সারাদেশেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। তবে কিছু কিছু স্থানে সংঘর্ষের ঘটনা এই পরিবেশ নষ্ট করছে, এসব নিন্দনীয়। এসব বিষয় নিয়েই ড. মোমেনের সঙ্গে একটি সুন্দর আলোচনা হয়েছে।

ড. মোমেন ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকের ব্যাপারে বলেন, নির্বাচনে ঈদের মতো উৎসব হচ্ছে। ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইকের সঙ্গে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাকে আমি জানিয়েছি নৌকার প্রচার-প্রচারণায় বিরোধী দলের লোকজন বিভিন্নভাবে বাধা দিচ্ছে। এছাড়া নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়েও কথা বলেছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে দেশে কি কি উন্নয়ন হবে তাও ব্রিটিশ হাইকমিশনারকে অবগত করা হয়েছে।

বৈঠককালে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

এরপর ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক বিএনপি প্রার্থী ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদিরের বাসায় যান। যেখানে তিনি খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নির্বাচনের সার্বিক বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারকে জানানো হয়েছে। আমার নেতাকর্মীরা নিরাপদে প্রচার-প্রচারণা চালাতে পারছে না। গায়েবি মামলা দিয়ে নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে। প্রচারণার শেষ দিনে জনসভা করার অনুমতি দেয়া হয়নি। অথচ আওয়ামী লীগের প্রার্থী বিকেলে গণজমায়েত করে পুলিশের সহায়তায় মিছিল ও সভা করেছেন।