শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

লন্ডনের লাল টেলিফোন বুথ
লেখা ও ছবি: জাহাঙ্গীর আলম

লেখা ও ছবি: জাহাঙ্গীর আলম



বিজ্ঞাপন

ইংল্যান্ডের লন্ডন শহরে ১৯২৪ সালে সর্বপ্রথম টেলিফোন বুথ স্থাপন করা হয়। আর ১৯৮০ সালের মধ্যে দেশজুড়ে ফোন বুথের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৩ হাজারে। তৎকালীন ব্রিটিশ পোস্টাল সার্ভিস এটি স্থাপন করে। এই টেলিফোন বুথের ডিজাইন করেছিলেন স্যার গিলিস গিলবার্ট স্কট। এগুলো দেখতে ছিল লাল রঙের। এক সময় লন্ডন শব্দের সমার্থক হয়ে দাঁড়ায় এই লাল রংয়ের টেলিফোন বুথ।

লন্ডনের রাস্তার লাল ফুলও বলা হয় এ গুলোকে। কিন্তু কালের পরিক্রমায় মোবাইল ফোনের প্রসার ঘটলে কার্যত অকার্যকর হয়ে পড়ে এই টেলিফোন বুথ গুলো। আর বর্তমানে সেলফির জনপ্রিয় ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে লন্ডনের এই লাল টেলিফোন বক্স গুলো। এরকম বারোটি অকার্যকর টেলিফোন বক্স নিয়ে বানানো লন্ডনের কিংস্টনে ‘আউট অব অর্ডার’ নামে একটি ব্যাকগ্রাউন্ড কালের সাক্ষী এবং ঐতিহ্য বহন করছে।