রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

‘সিলেটের সমাবেশই টার্নিং পয়েন্ট’
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ বুধবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় সিলেট নগরীর রেজিস্টারি মাঠে অনুুুষ্ঠিত হবে।

সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি প্রবীণ আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সিলেটের সমাবেশকে দাবি আদায়ে আন্দোলনের টার্নিং পয়েন্ট মানছেন। তাদের ভাষ্যে, সবার চোখ এখন এই সমাবেশে। এখানকার সফলতার ওপর নির্ভর করবে বাকি দিনগুলোর আন্দোলন-সংগ্রাম। সেভাবেই প্রস্তুতি নিয়েছেন তাঁরা।

মঙ্গলবার সমাবেশস্থল পরিদর্শন করে মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, তারা সিলেটের সমাবেশ স্মরণীয় করে রাখতে চান। এখান থেকেই জনগণকে সুষ্ঠু নির্বাচনের পথ দেখাবে ঐক্যফ্রন্ট।

ঐক্যফ্রন্টের নেতারা বলছেন, সিলেটের সমাবেশের মাধ্যমেই নির্বাচনকালীন সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবির সক্রিয় আন্দোলনে তারা মাঠে নামতে যাচ্ছেন। ৭ দফা দাবি আদায়ের পক্ষে সিলেট থেকেই শুরু হবে জনমত গঠন। পর্যায়ক্রমে তা চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন বিভাগীয় শহরে সমাবেশের মাধ্যমে ছড়িয়ে পড়বে রাজপথে।

গণফোরামের কার্যকরি সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘অবশ্যই এই সমাবেশ আমাদের জন্য টার্নিং পয়েন্ট। নিরপেক্ষ সরকারের দাবিতে আমাদের আন্দোলনের আনুষ্ঠানিক যাত্রা হচ্ছে এখানে। বুধবারের সমাবেশ থেকে আমাদের নেতা ড. কামাল হোসেন আগামী দিনের আন্দোলন ও নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিবেন।’

জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন বলেন, ‘এই সমাবেশের প্রধান লক্ষ্য আমাদের দাবিগুলোর পক্ষে জনমত গড়ে তোলা। সিলেট থেকেই আন্দোলনের স্ফূলিঙ্গ সারা দেশে ছড়িয়ে পড়বে।’

সমাবেশ ঘিরে মঙ্গলবার সন্ধ্যায় বিমানযোগে সিলেটে পৌঁছেছেন ঐক্যফ্রন্টের প্রধান উদ্যোক্তা ড. কামাল হোসেন। তাঁর সঙ্গে আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার ভোর ৫টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট যাবেন। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নারও বিমানে আসার কথা।

এদিকে মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে সড়ক পথে ব্যক্তিগত গাড়িতে দলের কয়েকজন নেতাকে নিয়ে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।