বুধবার, ৯ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সিলেটে আধুনিক বাস টার্মিনালের কাজ শুরু হচ্ছে ফেব্রুয়ারিতে
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

সিলেটের কদমতলি বাস টার্মিনাল উন্নয়নে অর্থ দেবে বিশ্ব ব্যাংক। শনিবার বিশ্ব ব্যাংকের একটি টিম বাস টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে টার্মিনাল আধুনিকায়নে ব্যয় প্রায় ৬০ কোটি টাকা দেবে বলে ইতিবাচক সাড়া দিয়েছে।

তবে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল সিলেট সিটি কর্পোরেশনকে বাস টার্মিনালের কাজ ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে শুরু করতে হবে বলে শর্ত দেয়। অন্যতায় বিশ্ব ব্যাংকের বরাদ্ধ দেওয়া সম্ভব হবে না।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক, প্রধান নির্বাহী প্রকৌশলী নুর আজিজ, নির্বাহী প্রকৌশলী আলী আকবর।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী নুর আজিজ বলেন, বিশ্ব ব্যাংকের একটি দল বাস টার্মিনাল এলাকা পরিদর্শন করে টার্মিনাল আধুনিকায়ন প্রকল্পে বরাদ্ধ দেবে বলে ইতিবাচক সাড়া দিয়েছে। এসময় তারা সিসিক’কে বাস টার্মিনালের কাজ ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে শুরু করতে হবে বলে শর্ত দেয়। অন্যতায় বিশ্ব ব্যাংকের বরাদ্ধ দেওয়া সম্ভব হবে না। তিনি বলেন, আমরা প্রকল্পের অনুমোদনের অপেক্ষায় আছি। অনুমোদন পেলে কাজ শুরু করবো।