রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

ওসমানীনগরে গরু ভর্তি পিকআপ ভ্যানসহ আটক ৪
নিজস্ব সংবাদদাতা

নিজস্ব সংবাদদাতা



বিজ্ঞাপন

সিলেটের ওসমানীনগরে ৪টি গরু ভর্তি পিকআপ ভ্যানসহ (সিলেট মেট্রো- ন ১১-০২৯৭) আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর সাড়ে ৭টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজারস্থ ওসমানী হোটেলের সামনে থেকে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলো- জৈন্তাপুর উপজেলার মটরকুন্ডা চার লাইন গ্রামের আব্দুল মজিদের পুত্র ইলিয়াস আলী (৩২), হাজারী সেন গ্রামের সাইফুল ইসলামের পুত্র জাহাঙ্গীর আলম (২৫), ছোটারী সেন বাগ গ্রামের জুনাব আলীর পুত্র ফরিদ মিয়া (৩৫) ও পূর্ব গরদনা গ্রামের আছমত আলীর পুত্র রিয়াজ উদ্দিন (২৪)।

আটকের সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার এসআই মমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় মামলা রুজু হয়েছে। মামলা নম্বর-১০।