বুধবার, ৯ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

কুলাউড়ায় পেট্রোলের গোডাউনে আগুন, ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
কুলাউড়া প্রতিনিধি

কুলাউড়া প্রতিনিধি



বিজ্ঞাপন

কুলাউড়া পৌর শহরের উত্তরবাজারের ফরমুজাবাদ এলাকায় মেসার্স ফরমুজ আলী নামে একটি গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

১৫ অক্টোবর সোমবার ৪টার দিকে গোডাউনে আগুন দেখে প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ও এইচআই সিফাত হোসেনের নেতৃত্বে প্রায় আধা ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

মেসার্স ফরমুজ আলীর স্বত্তাধিকারী মো. বদরুল ইসলাম জানান, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলাম। হঠাৎ শোনলাম আগুন লেগেছে। পৌঁছানোর আগেই আগুনের গতি বেড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।

ফায়ার সার্ভিসের ওএইচআই (ওয়্যার হাউজিং ইন্সপেক্টর) সিফাত হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে । সময় মতো আমরা উপস্থিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। আশেপাশের বিল্ডিংসহ প্রায় কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।