রাজনৈতিক মামলায় উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জন্য আগাম জামিন লাভ করেছেন জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতারা।
জানা যায়, ৭ অক্টোবর রোববার হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেছেন জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এমএ মতিন, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের নব নির্বাচিত সহ সভাপতি আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক তকবুর মিয়া ও পাটলি ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক রাসেল বক্স।
প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর জগন্নাথপুর থানা পুলিশ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। দীর্ঘ প্রায় ১ মাস পলাতক থাকার পর অবশেষে মহামান্য হাইকোর্ট থেকে তারা আগাম জামিন লাভ করেন।