বুধবার, ৯ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

নিজের কেন্দ্রেই হারলেন পাপলু
গোলাপগঞ্জ প্রতিনিধি

গোলাপগঞ্জ প্রতিনিধি



বিজ্ঞাপন

গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে নিজের কেন্দ্রে হেরেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু। তিনি ৭নং ওয়ার্ডের রনকেলী-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোটার। তাঁর নিজ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিনের কাছে ১৩ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি।

বুধবার সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।

সকাল ৮টায় ভোট শুরুর পরপরই গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু এ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২হাজার ৮শ ৫১ জন।

প্রাপ্ত ফলাফলে মোবাইল প্রতীকে গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (স্বতন্ত্র) ভোট পেয়েছেন ৯৭৯টি, নৌকা প্রতিকে পাপলু পেয়েছেন ৯৬৬টি ভোট। এ কেন্দ্রে উপনির্বাচনে বিজয়ী হওয়া আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থী যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল রাবেল পেয়েছেন ৫৫ ভোট এবং নারিকেল প্রতীকে মেয়র প্রার্থী (স্বতন্ত্র) মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস পেয়েছেন ৮১টি ভোট।

উল্লেখ্য, গত ৩১ মে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী মৃত্যুবরণ করায় মেয়র পদটি শূন্য হয়।