রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

ভারতের বাস দুর্ঘটনায় নিহত ৪০
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

ভারতের তেলেঙ্গনা রাজ্যে এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জি নিউজ ওয়েবসাইট।

নিহতদের মধ্যে ২০ জন নারী ও সাতটি শিশু রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবরে বলা হয়েছে,  মঙ্গলবার তেলেঙ্গনা রাজ্যের সড়ক পরিবহন বিভাগের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি উপত্যকায় পড়ে যায়। হায়দরাবাদের কাছে কোন্ডাগাট্ট‌ুর কাছে দুর্ঘটনাটি ঘটে। শনিভারামপেট থেকে কোন্ডাগাট্ট‌ুগামী বাসটিতে ৬০ জনেরও বেশি যাত্রী ছিল।

জি নিউজ জানায়, একটি স্পিড ব্রেকারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।

দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। বেঁচে যাওয়া কয়েকজন যাত্রীর অভিযোগ, বাসটির গতিবেগ বেশি থাকায় ব্রেকের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক৷।

জাগিতালের বিখ্যাত মন্দির দেখে ফেরত আসা তীর্থযাত্রীদের বহন করছিল বাসটি।

কর্তৃপক্ষ বলছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে।