সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

শাইখ আরেফির খুতবা ও দাওয়াতি কাজে বাধা সৌদি সরকারের
খবর: আল জাজিরা

খবর: আল জাজিরা



বিজ্ঞাপন

সৌদি সরকার প্রখ্যাত মুসলিম ব্যক্তিত্ব ও প্রসিদ্ধ দায়ী ডক্টর মুহাম্মাদ আব্দুর রহমান আরেফিকে সৌদির সকল মসজিদে খুতবা প্রদান ও সব ধরনের দাওয়াতি কর্মকাণ্ড থেকে বাধা দিয়েছে বলে জানিয়েছে সেদেশে ধর্মীয় ব্যক্তিত্বদের আটকের খবর প্রদানকারী টুইটার একাউন্ট ‘ডিটেইনস অব অপিনিয়ন’।

ইতোপূর্বে এই একাউন্ট এক টুইট বার্তায় জানায়, সৌদির সরকারি কৌসুলিরা শাইখ সালমান আওদাহ, আলি উমরি ও শাইখ আইদ আল কারনিকে সন্ত্রাসের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বিশেষায়িত ফৌজদারী আদালাতে তাদের মৃত্যুদণ্ডাদেশ দাবি করে।

উল্লেখ্য, সৌদি আরবে মুহাম্মাদ বিন সালমান ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকেই সৌদিতে ব্যাপক দমনাভিযান শুরু হয়; প্রায় একশ ধর্মীয় ব্যক্তিত্বকে কোনো কারণ ছাড়াই গোপনে আটক করা হয়।

তবে ফাঁস হওয়া বিভিন্ন তথ্যে জানা যাচ্ছে, আটকদের অনেকে যেসব অপরাধ করেনি সেগুলোও স্বীকার করতে বাধ্য করা হচ্ছে এবং সরকারের নীতি-বিরোধী অবস্থান থেকে সরে আসার জন্য নির্যাতনও করা হয়েছে।