সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নব নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী আগামী ৫ সেপ্টেম্বর বুধবার শপথ গ্রহণ করবেন। বুধবার সকাল ৯ টায় গণভবনে সিলেটসহ তিন সিটির মেয়রদের শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন সিসিকের নির্বাচিত ৩৬ কাউন্সিলরও শপথ নেবেন। কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী মোশাররফ হোসেন এমপি।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের গণসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব বলেন, সিসিক নির্বাচনে জয়লাভ করা প্রার্থীদের শপথ গ্রহণ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে মেয়র এবং কাউন্সিলরদের হাতে এসে পৌঁছেছে।