মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কবির আহমদের পিতা ও সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সামছুল হাসানের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে ৩১ আগস্ট শুক্রবার বিকেলে মরহুমের বাড়িতে কুরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুমের আত্মীয়-স্বজন, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সামছুল হাসান মাস্টার ২০০৫ সালের ৩১ আগস্ট বড়লেখা পৌরসভার গাজিটেকাস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সামছুল হাসান শিক্ষকতার পাশাপাশি খণ্ডকালীন ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বও পালন করেন।