বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

দিরাইয়ে স্ত্রীর হাতে স্বামী খুন
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

সুনামগঞ্জে দিরাই উপজেলায় দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী ছিদ্দিকা চৌধুরীর হাতে স্বামী শাহ আলম চৌধুরী (৬০) খুন হয়েছেন। ২৭ আগস্ট সোমবার সকালে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলম চৌধুরী দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মৃত আবরু মিয়ার চৌধুরী ছেলে।

স্থানীয়র জানায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিলো। এর জের ধরে সকালে শাহ আলমের সঙ্গে তার স্ত্রী ছিদ্দিকা চৌধুরীর কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ছিদ্দিকা চৌধুরী ঘরে থাকা কুড়াল দিয়ে তার স্বামীর ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শাহ আলম মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এবিএম দেলোয়ার হোসেন বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের স্ত্রী ছিদ্দিকা চৌধুরীকে আটক করা হয়েছে।