বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

কুলাউড়ায় উপবন এক্সপ্রেস দুর্ঘটনা: পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

মৌলভীবাজারের কুলাউড়ায় বরমচাল রেলক্রসিং এলাকায় ঢাকাগামী আন্তঃনগর উপবন ট্রেন দুর্ঘটনায় দুর্ঘটনার তদন্তে আঞ্চলিক ও বিভাগীয় কর্মকর্তা পর্যায়ের সদস্যদের নিয়ে পৃথক দু’টি তদন্ত কমিটি করা হয়েছে।

উভয় তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


আঞ্চলিক প্রধান পর্যায়ের কর্মকর্তাদের তালিকা
১. চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্ব) মো. মিজানুর রহমান (আহ্বায়ক)
২. চিফ ইঞ্জিনিয়ার (পূর্ব) আ. জলিল (সদস্য)।
৩. চিফ অপারেটিং সুপারিনটিন্ডেন্ট (সিওপিএস) সুজিত কুমার (সদস্য)।
৪. চিফ সিগনাল অ্যান্ড টেলিকম অফিসার (পূর্ব) ময়নুল ইসলাম (সদস্য)।

এছাড়া বিভাগীয় কর্মকর্তা পর্যায়ের কর্মকর্তাদের তালিকা
১. মো. ময়নুল ইসলাম, ডিটিও, কমলাপুর, ঢাকা (আহ্বায়ক)।
২. শাহ সুফী নূর মোহাম্মদ, ডিএমই (পূর্ব), চট্টগ্রাম (সদস্য)।
৩. ডা. আ. আহাদ, ডিএমও, কমলাপুর, ঢাকা (সদস্য)।
৪. আবু হেনা মোস্তফা আলম, ডিএসটিই, কমলাপুর, ঢাকা (সদস্য)।
৫. আহসান জাবির, ডিইএন-২, ঢাকা (সদস্য)।



দুর্ঘটনায় নিহতদের পরিবারকে রেলপথ মন্ত্রণালয় থেকে আর্থিক সাহায্য করা হবে বলে রেলমন্ত্রী জানিয়েছেন। এছাড়া আহতদের চিকিৎসার জন্য রেলমন্ত্রী সার্বক্ষণিক খোঁজ রাখছেন।

রোববার দিবাগত রাত ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি ছিটকে পড়ে। এ ঘটনায় তাৎক্ষণিক ছয়জনের মরদেহ উদ্ধারের কথা জানানো হলেও সকালে পুলিশ চারজনের মরদেহ উদ্ধারের কথা জানায়।

নিহতরা হলেন- সিলেটের মোগলাবাজার থানার আব্দুল্লাপুর গ্রামের আব্দুল বারীর মেয়ে নার্সিং কলেজের ছাত্রী ফাহমিদা আক্তার ইভা (২০), বাগেরহাটের মোল্লার হাট থানার আতজুরি বান্দর খোলা গ্রামের মো. আকরাম মোল্লার মেয়ে নার্সিং কলেজের ছাত্রী সানজিদা আক্তার (২০), মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার টিটিডিসি এরিয়ার বাসিন্দা আব্দুল বারীর স্ত্রী মনোয়ারা পারভীন (৪৮) এবং হবিগঞ্জের কাওছার আহমেদ।


আরও পড়ুন:

আর কত প্রাণ ঝরলে সিলেটের রেল ও সড়ক যোগাযোগ উন্নত হবে?

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা: নিহত ৪ জনের মধ্যে দু’জন সিলেট নার্সিং কলেজের ছাত্রী

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিন নারীর পরিচয় মিলেছে

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা: ভিড় এবং ফেসবুক লাইভের কারণে উদ্ধার কাজ ব্যাহত

কুলাউড়ার ট্রেন দুর্ঘটনা: সুযোগ সন্ধানীরা চুরি করে নিয়ে যাচ্ছে যাত্রীদের মালামাল

কুলাউড়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট

সড়কের পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগও বন্ধ

ট্রেন দুর্ঘটনা: কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে স্বজনদের আহাজারি

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা, ৩ শতাধিক ট্রেনযাত্রীর প্রাণ বাঁচালেন শাহান মিয়া

বিকেলের মধ্যে উদ্ধার কাজ শেষ করতে পারব বলে আশাবাদী: রেলসচিব

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিনের শোক