শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

ওসমানীনগরে পুকুর থেকে এক বস্তা অস্ত্র উদ্ধার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

সিলেটের ওসমানীনগরে হাওরপাড়ের পুকুর থেকে কাঁটা রাইফেলসহ এক বস্তা অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে পানি সেচে একটি বস্তায় কাঁটা রাইফেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার থেকে শুরু হয় এ অভিযান।

রিমান্ডে থাকা ডাকাত তোফায়েলের স্বীকারোক্তি অনুযায়ী সিলেটের বিশ্বনাথ থেকে কারাবন্দি অপর ডাকাত শাহজানের স্ত্রী শারমিনকে আটক করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার বড় ইউসুফপুর মধুর পুকুরে তল্লাশি শুরু করা হয়।

এ সময় একটি কাঁটা রাইফেল, তালা কাটারসহ বেশ কটি রামদা উদ্ধার করা হয়।

ওসমানীনগর থানার ওসি এস এম আল মামুন বলেন, রিমান্ডে থাকা ডাকাত তোফায়েল স্বীকারোক্তিতে বলেছে, ডাকাতি শেষে অস্ত্র নিরাপদে রাখতে বস্তাবন্দি করে হাওরের পুকুরে লুকিয়ে রাখে তারা। পুকুরে আরো অস্ত্রের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, রিমান্ডে থাকা আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার থেকে হাওরে ২০-২৫ জন শ্রমিক লাগিয়ে সেচ ও পরিষ্কারের কাজ শুরু হয়। এক পর্যায়ে ডাকাতের সহোদর টিপনের সহযোগিতায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

এক বস্তা অস্ত্র উদ্ধার করা হলেও আরেক বস্তা অস্ত্র রয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। বাকি অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করছে।