বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় দরিদ্র দম্পতির বিদ্যুতের আক্ষেপ ঘুচানো সেই রেজাউল সেরা কর্মচারী নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির বড়লেখা আঞ্চলিক কার্যালয়ে কর্মরত লাইনম্যান গ্রেড-১ মো. রেজাউল করীম সেরা বিদ্যুৎ কর্মচারী নির্বাচিত হয়েছেন। গত ৮ সেপ্টেম্বর শনিবার রাতে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮ উপলক্ষে ঢাকায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তাঁর হাতে সেরা বিদ্যুৎ কর্মচারীর পুরস্কারের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

পল্লী বিদ্যুৎ সমিতি বড়লেখা কার্যালয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির বড়লেখা আঞ্চলিক কার্যালয়ের লাইনম্যান (গ্রেড-১) মো. রেজাউল করীম বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের মাটির ঘরের বাসিন্দা আব্দুর নূর ও পিয়ারা বেগমের ঘরে নিজ খরচে বিদ্যুতের সংযোগ প্রদান করেন। এই দরিদ্র দম্পতি অন্যের সাহায্য-সহযোগিতা নিয়ে সংসার চালান। দরিদ্র এই দম্পতির পক্ষে ঘরে বিদ্যুৎ সংযোগ নেওয়ার সুযোগ ছিল না। রেজাউল করীম তাঁদের বিদ্যুৎ নিতে না পারার আক্ষেপ শুনে নিজের খরচে তাঁদের ঘরে বিদ্যুৎ সংযোগ প্রদানের ব্যবস্থা করেন। গত ১৩ জুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।

এ নিয়ে ১৪ জুন শাহবাজপুরডটকমে ‘বড়লেখায় পল্লী বিদ্যুৎকর্মীর উদারতা: আক্ষেপ ঘুচল দরিদ্র দম্পতির’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হয়। দরিদ্র দম্পত্তির আক্ষেপ ঘুচানোর ওই সংবাদটি প্রকাশ হওয়ার পর থেকে বিদ্যুৎ বিভাগে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

মো. রেজাউল করীম বলেন, গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের কারণে তিনি সেরা বিদ্যুৎ কর্মচারী নির্বাচিত হতে পেরেছেন। এ জন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।