মৌলভীবাজারের বড়লেখায় চুরির মামলায় এক যুবককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৯ আগস্ট রোববার বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. হাসান জামান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম ফারুক আহমদ (২৫)। ফারুক বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের অস্থায়ী বাসিন্দা মৃত রুবেল আহমদের পুত্র। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালে ৫ অক্টোবর বড়লেখা নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন-উর-রশীদের বাসায় চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় অধ্যক্ষ হারুন-উর-রশীদ বাদী হয়ে বড়লেখা থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই আনোয়ার উল্লাহ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি গোপাল দত্ত। অন্যদিকে আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট জিল্লুর রহমান।