নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় গভীর রাতে টিলা কাটার দায়ে জাফরান আহমদ নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দিবাগত (৪ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের উত্তর ঘোলসা গ্রামের জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
আদালত সূত্র জানায়, টিলা কাটার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের উত্তর ঘোলসা গ্রামের জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে টিলা কাটায় জড়িত ব্যক্তিরা সটকে পড়লেও ঘটনাস্থল থেকে তিনটি ট্রাক জব্দ করা হয়। পরে টিলা কাটার দায়ে অভিযুক্ত জাফরান হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ৪(চ) ধারা লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী টিলা কাটায় একজনকে জরিমানার সত্যতা নিশ্চিত করে শুক্রবার রাত সাড়ে সাতটায় বলেন, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।