নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে এক বাংলাদেশি নাগরিকসহ নারী-শিশুসহ ১৭ রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার সকালে সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে শাহবাজপুর চা-বাগান এলাকা থেকে বিজিবি তাদের আটক করেছে।
৫২-বিজিবির পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতদের মধ্যে বাংলাদেশি নাগরিক হলেন কুমিল্লার ফরহাদ মিয়া (২৭)। বাকি সবাই রোহিঙ্গা। তারা হলেন-ইউসুফ আলী (৬৫), তাঁর স্ত্রী ছপুরা (৫০) ও মেয়ে জান্নাত আরা; রহিম উল্লাহ (২৪), তাঁর স্ত্রী নূর হাসিনা (২৩) ও ছেলে শফিউল্লাহ (৭), মেয়ে উনায়শাহ (৪) ও ওমাযা (২), আরাফাত উল্লাহ (২৪), তাঁর স্ত্রী বিবি সাহারা (২২) ও মেয়ে নাসিমা আক্তার (৫), মো. আমিন (৩০) ও তাঁর স্ত্রী নূর বেগম (২৫), অলমরজান (৫৫), ওমর ফারুক (১০ মাস), নূর ফাতেমা এবং আয়েশা সিদ্দিকা (৪)। তারা জানিয়েছেন, বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে তারা ভারতে প্রবেশ করেছিলেন।
৫২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক চৌধুরী বলেন, আটক ব্যক্তিদের পরিচয় শনাক্তের পর মঙ্গলবার সন্ধ্যায় তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।