শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখা-জুড়ীর মানুষের সেবায় কাজ করতে চান বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মুদাব্বির হোসেন মুনিম



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি) আসনের জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার ঘোষণা দিলেন যুক্তরাজ্যপ্রবাসী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ড. মুদাব্বির হোসেন মুনিম। বুধবার বিকেলে বড়লেখা পৌরশহরের ইয়াম্মি প্যারাডাইস রেন্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। মুনিম যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ও তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা।

সংবাদ সম্মেলনে ড. মুদাব্বির বলেন, তিনি স্থায়ীভাবে বাংলাদেশে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন এবং বিএনপি থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ১ আসনে প্রার্থী হতে চান। তিনি বলেন, এদেশের মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতেই আমি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছি। বড়লেখা ও জুড়ির মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করতে চাই।

তিনি নিজের পারিবারিক ও রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ১৯৮৬-৯০ সালে ঢাকায় অধ্যয়নকালীন সময় তিনি সরাসরি এরশাদবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং খালেদা জিয়ার নেতৃত্বে বিভিন্ন আন্দোলনে যুক্ত ছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে পাওয়া নানা অভিজ্ঞতা এবং পরামর্শ তার রাজনৈতিক প্রেরণা হয়ে আছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি জানান, প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের উৎসাহে ২০০৮ সালে তিনি বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। পরবর্তীতে যুক্তরাজ্যে অবস্থানকালে তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবেও কাজ করেছেন।

ড. মুদাব্বির বলেন, আমার জীবনে অনেক স্বপ্ন পূরণ হলেও একটি অপূর্ণ রয়ে গেছে। তা হলো-প্রয়াত সাইফুর রহমানের মতো বাংলাদেশে অর্থ মন্ত্রণালয়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করা। এখন রাজনীতির মাধ্যমে সেই স্বপ্ন পূরণে চেষ্টা চালিয়ে যেতে চাই।

তিনি বলেন, মানুষ আমাকে বলে, আপনার মতো শিক্ষিত, নম্র, ভদ্র, বিনয়ী নেতা বড়লেখায় দরকার। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করবো।

তিনি আরও জানান, দেশে ফেরার পর বড়লেখা ও জুড়ির ১৬টি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ এবং বড় আকারের ইফতার মাহফিল আয়োজনসহ নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন।

সংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মুদাব্বির বলেন, আমি বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলে কখনো যুক্ত হইনি। যদি কোনো অপপ্রচার হয়, আমি সরাসরি তার জবাব দিতে প্রস্তুত। এসব অপপ্রচারকে আমি ভয় পাই না। আমার একমাত্র লক্ষ্য মানুষের কল্যাণ।

উল্লেখ্য, ড. মুদাব্বির হোসেন মুনিম বড়লেখা পিসি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, তিতুমীর কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা সিটি কলেজ থেকে বি.কম (অনার্স) সম্পন্ন করেন। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পরবর্তীতে চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে পেশাগত জীবন শুরু করেন। ১৯৯৮ সালে পেশাগত জীবন শুরু করে জিলেট, প্রোক্টর অ্যান্ড গ্যাম্বল, কোকা-কোলা ও কডাকের মতো বহুজাতিক কোম্পানিতে কাজ করার সুযোগ পান। ২০০৪ সালে যুক্তরাজ্যে ‘এম.এইচ.সি চার্টার্ড অ্যাকাউন্টেন্টন্স’ প্রতিষ্ঠা করে সেটিকে সফল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলেন। তিনি সাফল্যের স্বীকৃতি হিসেবে ডেনমার্কের ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল অব স্ক্যান্ডিনাভিয়া (আইবিএসএস) থেকে অনারারি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

তিনি আইসিএডব্লিউ (এফসিএ), আইএফএ (এফএফএ), এটিটি (এফটিটি), আইএএ (এফএআইএ) এবং আইপিএ অস্ট্রেলিয়া (এমআইপিএ)-এর ফেলো সদস্য। ছাত্রজীবনে তিতুমীর কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক। বড় ছেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ছোট ছেলে ফাইন্যান্সে পড়াশোনা করছে এবং মেয়ে আয়শা নবম শ্রেণির ছাত্রী। তাঁর স্ত্রী জোহরা মুদাব্বির যুক্তরাজ্যে একজন সফল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কর্মরত।