সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল সড়কের দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের পেছনে থাকা সিএনজি অটোরিকশা খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।
রোববার বেলা আড়াইটার দিকে সিলেট-তামাবিল সড়কের সারীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত সিএনজি অটোরিকশা চালকের নাম সাইদুল (২৮)। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে তামাবিল থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ঘ হয়। এ সময় ট্রাকের পেছনে থাকা সিএনজি অটোরিকশা খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চালক সাইদুল মারা যান।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মো. ময়নুল জাকির জানান, ‘ঘটনার খরব পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিএনজি চালকের লাশ উদ্ধার করা হয়।