নিজস্ব প্রতিবেদক:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগর শাখার আহ্বায়ক কমিটিতে সদস্য সচিব হিসাবে স্থান পেয়েছেন মৌলভীবাজারের বড়লেখার কৃতি সন্তান তামিম আহমেদ। তানিমের বাড়ি বড়লেখা পৌরসভার গাজিটেকা এলাকায়। তিনি মদন মোহন কলেজের শিক্ষার্থী।
সোমবার আনুষ্ঠানিকভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগর শাখার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।
রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেন।
২৫৩ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটিতে শাবির শিক্ষার্থী দেলোয়ার হোসাইনকে আহ্বায়ক ও মদন মোহন কলেজের শিক্ষার্থী তামিম আহমেদকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে তামিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগর শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসাবে স্থান পাওয়ায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।