নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় সেনাবাহিনীর সহায়তায় কর্মস্থলে ফিরেছেন পুলিশ সদস্যরা। শনিবার সকালে তাঁরা বড়লেখা থানায় কর্মস্থলে ফেরেন। এতে জনমনে স্বস্তি ফিরেছে। এদিকে শনিবার সকালে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানার ওসিকে ফুল দিয়ে বরণ করেছেন।
গত ৫ আগস্ট সরকার পতনের খবরে বিক্ষুব্ধ লোকজন থানা ঘেরাও করে পুলিশকে লক্ষ্য ইটপাটকেল নিক্ষেপ করেন। এসময় বিএনপি-জামায়াতের নেতারা বিক্ষুব্ধ জনতাকে নিবৃত্ত করেন। ভয়ে পুলিশ সদস্যরা নিরাপদ আশ্রয়ে চলে যান। এরপর থেকে বিএনপি-জামায়াতের নেতকর্মীদের পাশাপাশি আনছার সদস্যরা অরক্ষিত থানা পাহারা দেন। তবে থানা অনেকটা অরক্ষিত অবস্থায় ছিল। এই অবস্থায় গত বৃহস্পতিবার রাত থেকে সেনাবাহিনী থানা কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তী বলেন, আমরা সেনাবাহিনীর সহায়তায় কর্মস্থলে ফিরেছি। পুলিশের অল্পসংখ্যক সদস্য কর্মস্থলে এসেছেন। বাকিরাও আসতেছেন। থানার প্রধান গেট ও গ্লাস ভাঙচুর করা হয়েছে। দুস্কৃতিকারীরা থানা থেকে কয়েকটি মোটরসাইকেল নিয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
বড়লেখা থানা কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা সার্জেন্ট আখতারুজ্জামান জানান, তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তা করছেন। পাশাপাশি শহরে টহল দিচ্ছেন।