সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে সিলেটে মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হককে আটক করা হয়। সোমবার সকাল ১১টায় নগরীর ধোপাদীঘির পাড় থেকে স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে মিছিল বের করা হয়।
মিছিলটি কিছুদূর এগোনোর পর পুলিশ বাধা দেয়। পুলিশি বাধা উপেক্ষা করে মিছিলটি এগিয়ে যাওয়ার চেষ্টা করলে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে। পুলিশ ধাওয়া করে একজনকে আটক করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ মিছিল থেকে একজনকে আটক করেছে। এ ব্যাপারে মামলা হবে।