নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় সরিষা ক্ষেত নিয়ে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের লোকজনের হামলায় জামাল উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তি গুরতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জামাল উপজেলার তালিমপুর ইউপির হাল্লা গ্রামের মৃত সজিব আলীর ছেলে।
এই ঘটনায় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে আহত জামালের ভাই কামাল উদ্দিন হামলাকারী আব্দুর রহিম, জয়নাল উদ্দিন, আতাউর রহমান, রহমান মিয়া, শাহীন আহমদ ও আব্দুর নূরের নাম উল্লেখ ও আরো ৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছেন। আসামিদের বাড়ি উপজেলার তালিমপুর ইউপির হাল্লা ও অজিমর গ্রামে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাল্লা গ্রামের জামাল উদ্দিন ও প্রতিপক্ষের আব্দুর নূরসহ আরো কয়েকজন যৌথভাবে সরিষা ক্ষেত করেছেন। সরিষা ক্ষেত নিয়ে সম্প্রতি জামালের সঙ্গে নূরের কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাড়ে সাতটায় আসামিরা জামাল উদ্দিনের বাড়ির সামনে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় আসামিরা জামালকে ব্যাপক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। হামলায় জামালের মাথা ও শরীরের বিভিন্নস্থানে জখম হয়। পরে স্বজনরা জামালকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা জামালকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
জামালের ভাই কামাল উদ্দিন বৃহস্পতিবার বিকেলে বলেন, আমরা নিরীহ মানুষ। সরিষা ক্ষেত নিয়ে আব্দূন নূরের সঙ্গে আমার ভাই জামালের কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি সমাধানের চেষ্ট করা হয়েছে। কিন্তু আসামিরা তা মানেনি। তারা আমার ভাইকে নির্মমভাবে মারধর করেছে। তার মাথা ও শরীরের বিভিন্নস্থানে জখম হয়েছে। বর্তমানে তার অবস্থা গুরুতর। আমি থানায় মামলা করেছি। এই ঘটনায় প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।
বড়লেখা থানার এসআই জিয়া উদ্দিন বলেন, সরিষা ক্ষেত নিয়ে ঝগড়া করে প্রতিপক্ষের লোকজনের হামলায় জামাল উদ্দিন নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় তার ভাই কামাল উদ্দিন থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।