রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

১১ বছরে ‘পা’ দিল ছোট্ট সাফওয়ান



বিজ্ঞাপন

সাফওয়ান হোসেন ছাদী। মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের বিশিষ্ট ব্যবসায়ী গাজিটেকা হেকিম বাড়ির বাসিন্দা ইকবাল হোসেন শিরিন ও গৃহিনী ফাহিমা আক্তার দম্পতির একমাত্র আদরের ছেলে সে। গতকাল ২৩ জানুয়ারি ছিল তার জন্মদিন।

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ঘটা করে জন্মদিন পালন না হলেও সংক্ষিপ্ত পরিসরে সোমবার (২৪ জানুয়ারি) রাতে কেক কেটে তার জন্মদিন পালন করেছে পরিবার।

এসময় বাবা-মা ও ছোট বোনের পাশাপাশি তার চাচা যুক্তরাষ্ট্র প্রবাসী মকবুল হোসেন সেলিম, চাচি হাসিনা বেগম স্বপ্না ও রোকসানা বেগম, চাচাতো ভাই বদর আলম সজিব, চাচাতো বোন সাবরিনা মকবুল বৃষ্টি ও হুমায়রা মকবুল, নাবিলা আক্তার, ফুফাতো ভাই এএসএম ফজলে রাব্বি শাকিল, দানিয়াল শাহরিয়ার সাকিব, মামা আরিফ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাফওয়ান বড় হয়ে আদর্শবান মানুষ হিসেবে বেড়ে ওঠে সে জন্য তার বাবা-মা ও স্বজনরা সবার কাছে দোয়া চেয়েছেন।-বিজ্ঞাপন