নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রেনের ছাদ থেকে পড়ে আতিক মিয়া (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।
বুধবার (২৬ মে) সন্ধ্যার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের আওতাধীন রাদগাও নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত আতিক মিয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শাহীটুলা গ্রামের সোহেল মিয়ার ছেলে।
জানা গেছে, ঢাকায় আসার উদ্দেশ্যে শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে পারাবত এক্সপ্রেসের ট্রেনের ছাদে ওঠেন আতিক। ট্রেনটি শায়েস্তাগঞ্জ জংশনের আওতাধীন রাদগাও নামক স্থানে পৌঁছালে সন্ধ্যা ৭টার দিকে ট্রেনের উপর থেকে পড়ে ট্রেনে কাটা পড়েন তিনি।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (আইসি) এসআই হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আতিক টিকিট ছাড়া ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের ছাদে ওঠেন। হঠাৎ ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।