জ্যেষ্ঠ প্রতিবেদক :: মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশনে চলন্ত ট্রেনে উঠার সময় চাকার নিচে পড়ে হাত-পা হারানো তোয়াকুল মিয়া (৬০) নামের সেই বৃদ্ধকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না। ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সিলেট আল-হারামাইন হাসপাতালে তিনি মারা যান।
নিহত তোয়াকুল মিয়া বাড়ি কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আল-হারামাইন হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা যায়, গত ৫ অক্টোবর দুপুর সোয়া ১২টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া স্টেশন থেকে ছাড়ার সময় ওই বৃদ্ধ দৌড়ে ট্রেনে উঠার চেষ্টা করছিলেন। এ সময় ট্রেনের হাতল থেকে হাত ছুটে গেলে ভারসাম্য হারিয়ে ট্রেনের চাকার নিচে পড়ে যান তিনি।
পরে গুরুতর আহত অবস্থায় স্টেশন মাষ্টারের সহযোগিতায় স্থানীয়রা তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অবস্থা গুরুতর হওয়ায় ওই বৃদ্ধকে সিলেটে প্রেরণ করা হয়। সেখানে ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তোয়াকুল মিয়া মারা যান।