সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

জুড়ীর দিলখুশা চা বাগানের শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
জুড়ী প্রতিনিধি

জুড়ী প্রতিনিধি



বিজ্ঞাপন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে অবস্থিত দিলখুশা চা বাগানে ২৬ জন শ্রমিকের বাগান দফা (স্থায়ীকরণ) দাবি বাগান মালিকপক্ষ মেনে নেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে চা শ্রমিকরা। আগামীকাল শনিবার থেকে শ্রমিকরা কাজে যোগ দেবে।

দিলখুশা চা বাগান পঞ্চায়েত সভাপতি বাবুল রিকিয়াশন জানান, বাগান দফায় ২৬ জন শ্রমিককে তালিকাভূক্ত (স্থায়ীকরণ) করার দাবি জানিয়ে আসছিল শ্রমিকরা। কিন্তু মালিকপক্ষের অনীহার কারণে এদের তালিকাভূক্ত (স্থায়ীকরণ) করা হয়নি। এই অবস্থায় আমরা বাধ্য হয়ে শুক্রবার থেকে বাগানে কর্মবিরতির ঘোষণা দিয়েছিলাম।

তিনি বলেন, শুক্রবার সকাল থেকে বাগানে কাজ বন্ধ ছিল। অবশেষে মালিকপক্ষ দাবি মেনে নেওয়ায় শ্রমিকরা কর্মবিরতি থেকে সরে এসেছে। আগামীকাল শনিবার থেকে নিয়মিত কাজ চলবে।