­
­
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

জুড়ীতে গুড়িয়ে দেওয়া হলো ২টি অবৈধ ইটভাটা, ৪০ লাখ টাকা জরিমানা
জুড়ী প্রতিনিধি

জুড়ী প্রতিনিধি



বিজ্ঞাপন

মৌলভীবাজারের জুড়ীতে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ২টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। একইসাথে ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় ও মৌলভীবাজার জেলা কার্যালয় বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।


ভেঙে গুড়িয়ে দেয়া ইটভাটাগুলো হলো- উপজেলার এম কোঃ ব্রিকস ও বাব ব্রিকস।

পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের ইন্সপেক্টর ফখরুদ্দিন জানান, পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইসরাত জাহান পান্নার নেতৃত্বে জুড়ী উপজেলার এম কোঃ ব্রিকস ও বাব ব্রিকস নামে ২টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে তা ভেঙ্গে দেয়া হয় এবং উভয়কে ২০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

তিনি বলেন, হাকালুকি হাওর তীরবর্তী ইসিএ এলাকায় এ দু’টি ইটভাটা অবৈধ ভাবে চলছিল। এ গুলো ২০১২ সালের পূর্বের সনাতন পদ্ধতির। বর্তমানে এগুলোর কোন অনুমোদন নেই। এম কোঃ ব্রিকস এর একটি রিট বছর খানেক আগে খারিজ হয় এবং সম্প্রতি বাব ব্রিকস এর রিটও খারিজ হয়। এ এলাকায় পুনরায় ইটভাটা চালু করার কোন সুযোগ নেই।