মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট শেয়ার করায় শ্রীধাম দেবনাথ (২৭) নামের খণ্ডকালীন এক স্কুলশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেলে মৌলভীবাজার শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, কুলাউড়ার বরমচাল স্কুল অ্যান্ড কলেজের খণ্ডকালীন শিক্ষক শ্রীধাম দেবনাথ কিছুদিন আগে ‘সনাতনী যোদ্ধা’ নামের একটি ফেসবুক পেজ থেকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর পোস্ট নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একজন শিক্ষক হয়ে এমন অশ্লীল ও ধর্মীয় উসকানিমূলক পোস্ট শেয়ার করায় বরমচাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা ২২ জুন জরুরি সভা ডাকেন। সভায় শ্রীধামকে বহিষ্কার করা হয়।
এ ঘটনায় কুলাউড়া থানায় বরমচাল বাজার কমিটির সভাপতি আবু হোসেন বাদী হয়ে একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলার প্রেক্ষিতে শ্রীধামকে গ্রেফতার করে পুলিশ।
কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াদৌস হাসান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শ্রীধামকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন:
বড়লেখায় সাবেক উপজেলা চেয়ারম্যান সুন্দরের বিরুদ্ধে বিক্ষোভ, সড়ক অবরোধ
তিলকে তাল করা হয়েছে, মুরব্বি পাঠিয়েছি, এরপরও তাঁরা সশস্ত্র বিক্ষোভ করেছে —সুন্দর
বড়লেখায় সালিশে উপস্থিত না হওয়ায় দুই ভাইকে সমাজচ্যুত!
ছেলের জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন বড়লেখার এক ‘মা’!
আরব আমিরাতে সুস্থ হয়ে উঠছেন বড়লেখার বেলাল
হবিগঞ্জে স্ত্রীর দেওয়া কিডনিতে বাঁচলো স্বামীর জীবন
বড়লেখা সদর ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচন: আ’লীগের একক প্রার্থী সিরাজ
গোলাপগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত দিলালের অবস্থা সংকটাপন্ন