সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

শ্রীমঙ্গলে শিকলে বাঁধা হাতির আক্রমণে যুবক নিহত
জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক



বিজ্ঞাপন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হাতির আক্রমণে মনিলাল দেবনাথ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে উপজেলার গন্ধর্বপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মনিলাল দেবনাথ উপজেলার গন্ধর্বপুর গ্রামের মঞ্জু দেবনাথের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত এক মাহুথ হাতিটিকে মনিলালের বাড়ির পাশে দুই পায়ে শিকল বেঁধে রেখে বাজারে চা পান করতে যান। এ সময় মনি হাতিটিকে দেখতে গেলে হাতি সুর দিয়ে টেনে নিয়ে তাকে আছড়ে মেরে ফেলে। পরে মনিকে শ্রীমঙ্গল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করন।

এদিকে হাতির আক্রমণে মনির মৃত্যুর খবর পেয়ে হাতির মাহুথ পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানা পুলিশের ওসি কেএম নজরুল ইসলাম জানান, মনি মৌলভীবাজারে একটি মুদি দোকানে চাকরি করত। চাচাতো বোনের বিয়েতে বাড়ি এসেছিল সে। রোববার সকালে পুলিশ মনির মরদেহ শ্রীমঙ্গল সদর হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে এসেছে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল বন অফিসের রেঞ্জ কর্মকর্তা মো. মোনায়েম জানান, খবর পেয়ে রাতেই তারা ওই গ্রামে যান। মাটিতে রড ঢুকিয়ে হাতিটিকে কাঁটাওয়ালা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তবে হাতির মালিক কে তা এখনও জানা যায়নি।