অমর একুশে গ্রন্থমেলা ২০১৯-এ প্রকাশিত হয়েছে তরুণ কবি মৃণাল কান্তি দাসের কাব্যগ্রন্থ ‘বঙ্গদেশের রঙ্গশালায়’। বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। ভূমিকা লিখেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং সাংস্কৃতিক মন্ত্রণালয়ের বর্তমান সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল। বইটিতে ৪৩টি কবিতা রয়েছে।
ঢাকায় বইমেলায় বাংলার প্রকাশন (স্টল নং-৪২৮) এবং সিলেট উৎস প্রকাশনের স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
এ বইয়ের বিষয়ে তরুণ কবি মৃণাল কান্তি দাস জানান, বঙ্গদেশের রঙ্গশালায় বইটি সমকালীন সামাজিক এবং রাজনৈতিক অসংহতির প্রেক্ষাপটে রচিত। বইয়ের বিভিন্ন কবিতায় তিনি স্পষ্টভাষায় গণমানুষের কথা বলেছেন। এই বইটি পাঠকের কাছে সমাদৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
মৃণাল কান্তি দাসের প্রথম কবিতার বই ‘যুদ্ধ এবার শুদ্ধ হবার’ ২০১৮ সালে চৈতন্য প্রকাশনির ব্যানারে প্রকাশিত হয়েছিল। সে বইটি ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছিল।