সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌঘরীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মইনুল ইসলাম (৪০) নামে ১ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালকসহ আরো ৪ জন।
গোলাপগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২ (আপডেট)
৯ জানুয়ারি বুধবার বিকেল ৪টায় উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মইনুল ইসলাম জকিগঞ্জ উপজেলার শাহবাজপুর মুহিতপুর গ্রামের মইনুল ইসলাম।
আহতরা হলেন- গোলাপগঞ্জ পৌর এলাকার আলামিন আহমদ (২৫), জকিগঞ্জ উপজেলার শাহবাগ মুহিতপুর গ্রামের এহিয়া আহমদ (১৮)। অন্য আহতদের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস (সিলেট-ব ১১-০০৪২) ও বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির অটোরিকশার (সিলেট-থ ১২-৩৪৫৫) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশায় থাকা ঘটনাস্থলেই ১ জন যাত্রী নিহত হন। আহত হন আরো ৪জন যাত্রী। ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) দিলীপ কুমার নাথ বলেন, এখন পর্যন্ত ১ জন যাত্রী নিহত ও ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।