একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় এসে পৌঁছেছেন।
২২ ডিসেম্বর শনিবার বিকেল ৩টা ১২ মিনিটে তিনি সমাবেশস্থলে প্রবেশ করেন।
এর আগে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে শনিবার সকাল সাড়ে ১০টা ৪৭ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিলেটে হযরত শাহজালাল (রহ:), হযরত শাহপরাণ ও সিলেটের প্রথম মুসলমান গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত এই তিন আউলিয়ার মাজার জিয়ারত করেন শেখ হাসিনা।