সোমবার, ২৪ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় নাশকতা মামলায় ৩ জন কারাগারে



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা থানায় নাশকতা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এখনও পর্যন্ত বিএনপি ও জামায়াত-শিবিরের তিন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

গতকাল (২৩ জুলাই) মঙ্গলবার রাতে কাঠালতলী থেকে জামায়াত নেতা ওহিদ আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে মৌলভীবাজার জেলা যুবদল নেতা আব্দুল কাদির পলাশ ও বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়ন শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুবকে পৃথকভাবে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তী বলেন, নাশকতা মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এখনও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপজেলার বিভিন্নস্থানে পুলিশ মোতায়েন রয়েছে।